স্পন্দন ফাউন্ডেশনের পরিচালনা কমিটি গঠন



মৌলভীবাজার জেলার কুলাউড়ার পরিচিত অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন রক্তদান ও সমাজকল্যাণ ফাউন্ডেশন।

গতকাল ২৩ জুলাই রোজ শুক্রবার রাত ০৮ ঘটিকার সময় সংগঠন এর কার্যালয়ে এক জরুরী সভার মাধ্যমে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে, উপদেষ্টা পরিষদের নির্দেশনা মোতাবেক এক পরিচালনা কমিটি গঠন করা হয়।

মোঃ আব্দুর রহমান খান কে চেয়ারম্যান ও মুহাম্মাদ মাহদী হাসান কে মহাসচিব করে মোট ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্য দায়ীত্ব প্রাপ্তগন, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, রোকন উজ জামান রনি, আজিজুর রহমান সেজুল, যুগ্ম মহাসচিব এইচ কে হেলালুর রহমান ও সদস্য ইমরান আমির আলী।

নব নির্বাচিত মহাসচিব মুহাম্মাদ মাহদী হাসান সীমান্তের আহবানকে জানান, সংগঠনটি ২বছর শেষ করে ৩য় বর্ষে পদার্পন করতে চলেছে। রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে মৌলভবাজার কুলাউড়ার মধ্যে আলোচনার স্থান করে নিয়েছে এই মানবতার পতাকাবাহী সংগঠন।


 

Blogger দ্বারা পরিচালিত.