স্পন্দন রক্তদান ও সমাজকল্যান ফাউন্ডেশন কুলাউড়া'র কর্মধা ইউপি শাখা গঠন

 


 মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রক্তদান ও স্বেচ্ছাসেবী অন্যতম সংগঠন স্পন্দন রক্তদান ও সমাজকল্যাণ ফাউন্ডেশন কুলাউড়া। 

 আজ ১৫ই অক্টোবর রোজ শুক্রবার স্পন্দন ফাউন্ডেশন এর কর্মধা ইউনিয়নের সদস্যদের আয়োজনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

 উক্ত সভার মাধ্যমেই উপজেলার ১৩নং কর্মধা ইউনিয়নে সংগঠন এর এক আহবায়ক কমিটি গঠন করা হয়। পশ্চিম বুধপাশা ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আজিজুল হক এর সভাপতিত্বে ও সংগঠন এর সদস্য আক্কাস আলীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্পন্দন ফাউন্ডেশন এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান খান, এছাড়াও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও সাংগঠনিক অতিত ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন পরিচালনা পরিষদের মহাসচিব মুহাম্মাদ মাহদী হাসান, বক্তব্য সৈয়দ মিনার আলী, আলমগীর হোসাইন, মাহফুজুর রহমান তুহিন। 

এছাড়াও উপস্থিত ছিলেন স্পন্দন রক্তদান ও সমাজকল্যাণ ফাউন্ডেশন কুলাউড়া এর পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান সেজুল, সদ্য বিলুপ্তপ্রাপ্ত কার্যনির্বাহী কমিটির সভাপতি রোকন উজ জামান রনি, সাধারন সম্পাদক এইচ কে হেলালুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক ইমরান আমির আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এ.কে শিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাসানুজ্জামান রায়হান, প্রচার সম্পাদক মাসুম বিন সুলতান, সহ প্রচার সম্পাদক আহমেদ রাজু, সদস্য জুবেল আহমেদ, প্রবাসী দাতা সদস্য আনসার আহমেদ সহ কর্মধা ইউনিয়নের প্রায় অর্ধ শতাদিক সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আলোচনা সভা শেষে সংগঠন এর সকল সদস্যদের মতামতের ভিত্তিতে মোঃ মিনার আহমদ কে আহবায়ক, আক্কাস আলীকে যুগ্ম আহবায়ক ও মাহফুজুর রহমান তুহিন কে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট এক আহবায়ক কমিটি গঠন করে দেওয়া হয়। এবং আগামী ১ মাসের ভিতরে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়। সবশেষে সভার সভাপতি মোঃ আজিজুল হকের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Blogger দ্বারা পরিচালিত.